করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, রোজ তার রিপোর্ট প্রধানমন্ত্রীর দফতরে জমা দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কোয়ারানটিনে থাকা মানুষদের জন্য নেওয়া ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান ও সোশ্যাল ডিসট্যানসিঙের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার সবিস্তার রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রীদের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা রুখতে ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পর মন্ত্রীদের এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। বিশেষ একটি সূত্র জানিয়েছে, গত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। বড় রাজ্যগুলি এবং যে রাজ্যে জনসংখ্যা বেশি, সেগুলির ফলোআপের জন্য ২-৩ জন করে মন্ত্রী নিয়োগ করা হয়েছে। জেলাশাসক ও জেলা কমিশনারদের মাধ্যমে পরস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবেন মন্ত্রীরা।
যেমন রোজ নিজের রাজ্য বিহারের পরিস্থিতি পর্যালোচনা করছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ ও ক্রেতাসুরক্ষা ও খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান। এক মন্ত্রী জানিয়েছেন, ‘রোজ প্রত্যেক জেলার জেলাশাসক ও কমিশনারকে ফোন করে সেখানকার পরিস্থিতি জানাবেন মন্ত্রীরা। একসঙ্গে কাজ করার এটা একটা প্রচেষ্টা। মহামারীর বিরুদ্ধে লড়তে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের লক্ষ্যেই এই উদ্যোগ।’
Be the first to comment