লোকসভা ভোটের কথা মাথায় রেখে আসরে নেমে পড়লেন নরেন্দ্র মোদী

Spread the love

লোকসভা ভোটের কথা বিবেচনায় রেখে বিজেপির ঘর গোছানোর প্রস্তুতি শুরু হয়েছে আগেই। এবার শুরু হয়েছে পরবর্তী ধাপের প্রস্তুতি। আগেভাগেই আসরে নেমে পড়েছেন নরেন্দ্র মোদি। বুধবার পাঞ্জাবের মালাউটের জনসভাই তার প্রমাণ।

সূত্রের খবর, গেমপ্ল্যান অনুযায়ী আগামি ৬ মাসের মধ্যেই দেশ জুড়ে ৫০টিরও বেশি জনসভা করবেন মোদি। তালিকায় প্রথম দিকেই রাখা হয়েছে সেসব রাজ্যকে, যেখানে বিজেপির প্রভাব কম। শুধু মোদি নয়, আলাদা আলাদা সভা করবেন অমিত শাহ ও রাজনাথ সিংও। সূত্রের খবর, গড়ে ৩ থেকে ৪ টে লোকসভা কেন্দ্র করে একটি করে সভা করবেন মোদি। প্রথম ধাপে এভাবে প্রায় ১০০-রও বেশি কেন্দ্রকে প্রচারের আওতায় আনা হবে। মোটামুটি সবমিলিয়ে ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার আগেই ২০০ জনসংযোগ এবং জনসভার মাধ্যমে ৪০০ এরও বেশি লোকসভা কেন্দ্রে প্রচারপর্ব সারার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

জনসভা ছাড়াও মোদি নিজেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মত রাজ্যগুলিতেও আলাদা ভাবে যাবেন। সেটা অবশ্য বিধানসভার প্রস্তুতির জন্য। বিজেপি সূত্রে জানা গিয়েছে, লুক ইস্ট নীতি নিয়ে মোদি এবার পূর্ব ও উত্তর পূর্ব ভারত থেকে অনেক বেশি আসন নিয়ে আসতে চাইছেন। তাছাড়া, স্বাভাবিকভাবেই বিরোধী জোট দানা বাধার আগেই দলের প্রচার পর্বের কাজ আগেভাগেই এগিয়ে রাখতে চাইবেন নরেন্দ্র মোদি, দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*