প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে না তৃণমূল, জানিয়ে দিলেন ডেরেক

Spread the love

আগামী বুধবার করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ৮ এপ্রিলের ওই বৈঠকে তৃণমূল অংশগ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যদিও কী কারণে বাংলার শাসকদল প্রধানমন্ত্রীর ডাকা ওই বৈঠকে থাকবে না তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকের কথা জানিয়েছেন। তিনি বলেন, লকডাউনের নিয়ম মেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে ওই বৈঠক। যোশী আরও বলেছেন, সংশ্লিষ্ট দলের সংসদীয় নেতা ছাড়াও আরও পাঁচজন নেতা যোগ দিতে পারেন ওই বৈঠকে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিতীয় ভিডিও কনফারেন্সে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব রাজীব সিনহা বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

করোনা সংক্রমণ শুরুর দিকে রাজনৈতিক বিরোধিতা তেমন না হলেও ইদানীং সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতার সুর চড়াতে শুরু করেছে বিরোধী দলগুলি। দু’দিন আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর অন্তর্বর্তী কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী বলেছিলেন, কোনওরকম পরিকল্পনা ছাড়াই কেন্দ্র লকডাউন ঘোষণা করে দিয়েছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে ভিনরাজ্যে কাজে যাওয়া অসংখ্য শ্রমিককে।

লকডাউন ওঠার পর কী করা যাবে তা নিয়েও প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলির নেতাদের থেকে পরামর্শ চাইতে পারেন মোদী। কিন্তু তাতে অংশগ্রহণ করছে না তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*