আজ রাত ৯ টায় গোট দেশ সাক্ষী থাকবে এক অনন্য ঘটনার । ৯ মিনিটের জন্য সব ঘরে জ্বলবে প্রদীপবাতি, মোবাইলের ফ্ল্যাশ । কোরোনা মোকাবিলায় নতুন করে সংকল্প নেবে গোটা দেশ ৷ সংকল্প নেবে অন্ধকার কাটিয়ে আবার নতুন ভোর আনার ৷ আর এই গোটা কর্মকাণ্ডের মূলে রয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর আজ সকাল হতে না হতেই প্রধানমন্ত্রীর টুইটারে আবারও দেখা গেল সেই বার্তা ৷ হ্যাশট্যাগসহ লেখা রয়েছে “রাত ন’টা, ন’মিনিট” ৷ ঠিক যেন দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছেন আশু সংগ্রামের কথা ৷
কোরোনার বিরুদ্ধে এক অসম লড়াইয়ে নেমেছে গোটা বিশ্ব ৷ নিজেদের সীমিত যা কিছু স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে ভারতের কাছে, তার সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে আমাদের দেশও ৷ দেশের অর্থনীতি যেখানে ধুঁকছে, সেখানে দাঁড়িয়ে টানা তিন সপ্তাহব্যাপী লকডাউনের মতো সাহসী পদক্ষেপ করছে দেশ ৷ সংক্রমণ যাতে নাগালের বাইরে বেড়িয়ে না যায়, সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে রেল ও বিমান পরিষেবা ৷ প্রতিটি রাজ্যের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে ৷
পরিস্থিতি মোকাবিলায় সম্ভব্য যা যা কিছু করার, তার কিছুতেই খামতি রাখছে না প্রশাসন ৷ ফলস্বরূপ এখনও পর্যন্ত গোটা দেশে ২৬৬ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে । আমজনতা আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে । বিশ্বাস, আবার একটা ভোর আসবে, একরত্তি বেঁচে থাকার গল্প নিয়ে ।
Be the first to comment