সম্মান জানানোর জন্য পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে না। বরং সম্ভব হলে করোনা সংকটে বিপদে পড়া অন্তত একটি পরিবারের দায়িত্ব নিন। বুধবার ট্যুইটারে নিজের সমর্থকদের প্রতি এমনই আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গুজব রটছে যে রবিবার ৫টায় মোদীকে সম্মান জানাতে সকলে দাঁড়িয়ে ৫ মিনিট তালি দেবে। বিষয়টি নজরে আসার পরে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বুধবার হিন্দিতে পরপর দু’টি ট্যুইট করেন প্রধানমন্ত্রী। এমন কোনও কিছু না করার জন্য ট্যুইটারের মাধ্যমে প্রত্যেকের কাছে আবেদন করেছেন। শুধু তাই নয়, এটি কোনও চক্রান্তের অঙ্গ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অন্য একটি ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কারও যদি সদিচ্ছা থাকে তাঁদের বলব, কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের এই দিনগুলোয় প্রত্যেকে একটা গরিব পরিবারের খাওয়াপরার দায়িত্ব নিন। এটাই হবে আমার কাছে পরম সম্মানের বিষয়। কোনও গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না।’
করোনা সংক্রমণ রুখতে গত ২২ মার্চ দেশজুড়ে ‘জনতা কারফিউ’র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আবেদনে সাড়া দিয়ে ওই দিন বিকেল ৫টায় ৫ মিনিটের জন্য কাঁসর, ঘণ্টা, করতালির মাধ্যমে দেশকে করোনা মুক্ত রাখতে দিন-রাত কাজ করে চলা ব্যক্তিদের কুর্ণিশ জানিয়েছিল সারা দেশ। একইভাবে রবিবার ৫টায় ৫ মিনিটের জন্য করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সম্মানিত করার একটি গুজব রটেছিল। কিন্তু এমন কিছু তাঁর যে একেবারেই না পসন্দ, তা স্পষ্ট করে দিয়েছেন নমো।
Be the first to comment