আগামীকাল মঙ্গলবার নববর্ষের দিন সকাল ১০ টায় জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের মেয়াদ বৃদ্ধি ও আনুষঙ্গিক আরও কিছু ঘোষণা তিনি করতে পারেন বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ভাষণে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।
যদিও একই সঙ্গে বেশ কিছু আরও ঘোষণাও করতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হতে পারে ছাড়, এমনটাই সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, তিনটি জোনে ভাগ করা হতে পারে দেশকে। সংক্রমণের পরিস্থিতি অনুযায়ী এই ভাগ করা হবে বলে সূত্রে জানা গিয়েছে।
শনিবারে রাজ্যর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই জানা গিয়েছে বাড়তে চলেছে লক ডাউনের মেয়াদ। যদিও বেশ কয়েকটি রাজ্যতে ইতিমধ্যে বাড়ানো হয়েছে লক ডাউনের মেয়াদ। যার জেরে আর্থিক মন্দার সন্দেহ প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন জীবনের সঙ্গে জীবিকা বাঁচানো গুরত্বপূর্ণ। আর সেই কারণেই এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে কেন্দ্রের তরফে।
লকডাউনের মেয়াদ যে আরও ১৬ দিনের জন্য বাড়ছে সে বিষয়ে কোনও রহস্য আর বাকি নেই। সর্বভারতীয় স্তরে ঘোষণা না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবারই জানিয়ে দিয়েছেন যে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
জানা গিয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি সংক্রমিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো গিয়েছে যে এলাকাতে ১৫ জনের কম সংক্রমিত তা কমলা রঙের আওতায় আসবে বলে জানানো হয়েছে। আর এই এলাকাতে অফিস, পরিবহন চালাতে অসুবিধা হবে না। এছাড়াও জানানো হয়েছে একদম যে এলাকাতে সংক্রমণ নেই তা আসবে সবুজ জোনে। সেখানে যে কোন কাজ করতে কোন বিধিনিষেধ থাকবে না। তবে যে জায়গাতে সংক্রমণ হার বেশি অর্থাৎ ১৫ জনের বেশি তা লালের আওতায় আসবে। সেই কারণে ওই এলাকাতে পুরোপুরি জারি থাকবে নিষেধাজ্ঞা।
সাউথ ব্লক সূত্রে বলা হচ্ছে, লকডাউনের মেয়াদ বাড়ানো ছাড়াও কাল আরও কিছু তথ্য দেশবাসীকে প্রধানমন্ত্রী জানাতে পারেন। যেমন কিছু ক্ষেত্রে সরকার লকডাউনের শর্ত শিথিল করেছে। বিশেষ করে উৎপাদন ক্ষেত্রের অনেক কিছুকেই সরকার লকডাউনের আওতা থেকে ক্রমশ বাইরে রাখছে। তবে সে ক্ষেত্রে তাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থাও নিতে বলেছে। যেমন, কর্মীদের পরিবহণের ব্যবস্থা কী করে করা হবে, কারখানা ও উৎপাদন পরিসর কতক্ষণ অন্তর স্যানিটাইজ করতে হবে ইত্যাদি।
Be the first to comment