রাম মন্দির-৩৭০ ধারা থেকে CAA, কেন্দ্রের একবছরের রিপোর্ট কার্ড পেশ করলেন মোদী

Spread the love

বছর ঘুরল দ্বিতীয় মোদী সরকারের৷ দ্বিতীয় দফায় প্রথম থেকেই একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তার মধ্যে অন্যতম হল, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, অযোধ্যায় রামমন্দির, তিন তালাক, নাগরিকত্ব সংশোধনী আইন ইত্যাদি৷ শনিবার কেন্দ্রীয় সরকারের একবছরের রিপোর্ট কার্ড পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশবাসীকে খোলা চিঠিতে লিখলেন, গত এক বছরে কেন্দ্রের সিদ্ধান্তগুলি ভারতকে বিশ্বনেতা তৈরির স্বপ্নকেই বাস্তবায়িত করেছে৷

দেশবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, বিশ্বের দরবারে ভারতকে অন্য উচ্চতায় পৌঁছে দিতেই ২০১৯ সালে মানুষ ভোট দিয়েছিলেন৷ গত এক বছরে নেওয়া সিদ্ধান্তগুলি ভারতকে বিশ্বের নেতা করার স্বপ্নকে বাস্তব করেছে৷

জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা নিয়ে মোদির কথায়, ‘৩৭০ ধারার বিলোপ দেশের জাতীয় ঐক্যকে আরও মজবুত করেছে৷’

অযোধ্যায় রাম মন্দির রায়ের ইস্যুতে প্রধানমন্ত্রী লিখেছেন, শতাব্দী প্রাচীন একটি বিতর্ক ও বিবাদের শান্তিপূর্ণ ভাবে সমাধান হয়েছে৷ প্রসঙ্গত, গতবছর বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের রাস্তা প্রশস্ত হয়েছে৷

তাত্‍ক্ষণিক তিন তালাক ইস্যুতে মোদি বলেন, ‘তিন তালাকের মতো বর্বরচিত আইন ইতিহাসের ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে৷’ তাত্‍ক্ষণিক তিন তালাক সুপ্রিম কোর্টের রায়ে অপরাধ৷ ৩ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে৷

এরপরেই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী৷ সিএএ-কে ভারতের সহানুভূতির প্রতিফলন হিসেবে আখ্যা দিয়েছেন তিনি৷

এছাড়াও একাধিক সিদ্ধান্তের তালিকা প্রস্তুত করে মোদী লিখছেন, দেশের উন্নতিতে কেন্দ্রের এই সিদ্ধান্তগুলি অন্যমাত্রা দিয়েছে৷ তিনি বলেন, ‘আমাদের দেশের গরিব, কৃষক, মহিলা ও যুব সম্প্রদায়কে আরও শক্তিশালী করে তোলাই আমাদের প্রথম লক্ষ্য৷ প্রধানমন্ত্রী কিষাণ নিধির আওতায় এখন সব কৃষক রয়েছেন৷ মাত্র ১ বছরেই সাড়ে ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে৷’

জল জীবন মিশনের আওতায় গ্রামে পাইপ সংযোগের মাধ্যমে ১৫ কোটি গ্রামীণ পরিবার সর্বক্ষণ পানীয় জল পাচ্ছেন বলেও জানান তিনি৷ মোদি লিখছেন, ‘দেশের ইতিহাসে এই প্রথম কৃষক, খেতমজুর, ছোট দোকানি ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ৬০ বছর বয়সের পরে মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন৷ কেন্দ্রের উন্নয়নের যোগ্যে ১৩০ কোটি ভারতীয় জড়িয়ে৷ জনশক্তি ও রাষ্ট্রশক্তি মিলিয়ে গোটা দেশ আজ শক্তিশালী৷ সব কা সাথ, সব কা বিকাশ মন্ত্রেই দেশ এগিয়ে চলেছে৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*