বৃহস্পতিবার কলকাতার শিল্পমহলের সামনে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী

Spread the love

বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার শিল্পমহলের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনে বণিক সভা আয়োজিত প্রধানমন্ত্রীর এই সভাটি হবে অনলাইনে।

করোনা অতি মহামারী মানুষের চিন্তা ধারা বদলাতে বাধ্য করেছে। লকডাউন চিরাচরিত প্রথাকে বদলে দিচ্ছে। কিছুদিন আগেও পাঁচতারা হোটেলের শিল্পজগতের বহু মানুষকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যেত বণিকসভাগুলিকে। কিন্তু লকডাউন সেই অভ্যাসটাকে বদলে দিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে অনলাইনে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হচ্ছে।‌

সেইমতো বৃহস্পতিবার ১১ জুন বণিক সভা ‌ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি) ৯৫ তমবার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে। সেই সভায় ওইদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্পমহলের সামনে ভাষণ দেবেন।

করোনাভাইরাস তথা লকডাউন এই বণিকসভাটির কর্ম পদ্ধতি পরিবর্তনে একটা প্রভাব ফেলেছে। ফলে ইতিমধ্যেই‌ তথাকথিত জনসমাগম করে কোন বৈঠক করার বদলে অনলাইনে ভার্চুয়াল বৈঠকের দিকে সরে এসে একের পর এক বৈঠকের আয়োজন করেছে। এর আগেই আইসিসি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে নিয়ে একই পদ্ধতিতে সভা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*