করোনা ভাইরাসের এই সঙ্কটকেই দেশের ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট করতে হবে ৷ বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (আইসিসি)-র ৯৫ তম বার্ষিক প্লেনারি সেশনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তাঁর কথায়, দেশ বর্তমানে শুধু Covid-19-এর বিরুদ্ধেই লড়াই করছে না৷ আরও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি ৷ এই সঙ্কটকে সুযোগে বদলাতে হবে দেশের প্রতিটি নাগরিককে ৷
এদিন আত্মনির্ভর ভারত অভিযানের বিষয়ে জোর দিয়ে মোদী বলেন, এই সঙ্কটের মুহূর্তকেই প্রতিটি ভারতবাসীকে সুযোগে পরিবর্তন করে ফেলতে হবে ৷ আর তা করতে গেলে প্রয়োজন আত্মনির্ভরতার ৷ গোটা বিশ্ব করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে ৷ ভারতও করছে ৷ করোনার পাশাপাশি অন্যান্য প্রতিকূল অবস্থাও তৈরি হচ্ছে ৷
পাশাপাশি পঙ্গপালের হামলার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের একাধিক জায়গায় পঙ্গপাল হানা দিচ্ছে, ভূমিকম্পের খবর আসছে, সাইক্লোন হয়েছে ৷ করোনার সঙ্গেই এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হচ্ছে৷ তিনি বলেন, ‘মনেই হার, মনেই জিত৷ আমাদের ইচ্ছেশক্তিই আমাদের ভবিষ্যত্ গড়ে দেবে ৷ বিদেশের উপর নির্ভরতা কমিয়ে স্বদেশি পণ্যের ব্যবহার বাড়াতে হবে ৷
তবে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই সরব হন বিরোধীরা। প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র ও সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তী তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
শুনুন!
Be the first to comment