যোগ দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Spread the love

আগামী ২১ জুন যোগ দিবস। ওই দিন সকাল সাড়ে ছ’টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দূরদর্শন ছাড়াও একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর ভাষণ।

উল্লেখ্য ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই যোগ দিবস একটা অন্য মাত্রায় উদযাপিত হয়। সারা দেশে জাঁকজমক ভাবেই ওই দিনটি পালিত হয়। প্রধানমন্ত্রী নিজেও বিগত বছরগুলিতে লালকেল্লার সামনে যোগাভ্যাসে অংশ নিয়েছিলেন। কিন্তু কোভিড সংক্রমণের কারণে এবছর সেই সুযোগ নেই। অনেকের মতে, একসঙ্গে জড়ো না হয়ে বাড়িতেও যে যোগাভ্যাসের মাধ্যমে শরীর ফিট রাখা যায় সেই প্রসঙ্গও বক্তৃতায় তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।

গত বছর এই যোগ দিবস উদযাপন নিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক দেশের প্রতিটি স্কুলে যোগ দিবস পালনকে বাধ্যতামূলক ঘোষণা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তা খারিজ করে দেয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, “যোগ দিবসের নামে বিজেপির রাজনৈতিক কর্মসূচি বাংলার কোনও স্কুলে হবে না।” যদিও এবছর সেই সুযোগ নেই। কারণ স্কুল’ কলেজ, বিশ্ববিদ্যালয় এখনও লকডাউনের আওতায়।

তা ছাড়া অনেকের মতে বর্তমান পরিস্থিতি নিয়েও বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে আসবে। সেদিক থেকে একুশের বক্তৃতাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।

এদিনই জানা গিয়েছে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন-ভারত সংঘর্ষ নিয়ে ১৯ জুন সর্বদলীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তার পরেই জানা গেল ২১ জুন যোগ দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*