মুখ্যমন্ত্রীদের বৈঠকে লকডাউন নিয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিষ্কার জানিয়ে দিলেন দেশে নতুন করে লকডাউন জারি করা হবে না। এই নিয়ে কোনও জল্পনাকে যেন গুরুত্ব না দেওয়া হয়। তবে এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানিয়ে দেন রাজ্যগুলি যেন আনলক ২.০-র জন্য তৈরি থাকে।
মোদী এদিন বলেছেন করোনা নিয়ে প্রচুর গুজব ছড়িয়ে রয়েছে। এইগুলির সাথেও রাজ্যগুলিকে লড়তে হবে। সঠিক তথ্য পৌঁছে দিতে হবে মানুষের কাছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন করোনা ভাইারাস মূলত দেশের প্রধান শহরগুলিতে ছড়াচ্ছে বেশি মাত্রায়। সেদিকে নজর দেওয়ার কথা বলেছেন মোদী। সেক্ষেত্রে রাজ্যগুলির করোনা ভাইরাস টেস্ট করার মাত্রা আরও বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। মোদী এদিন বলেন স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামো উন্নতির পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বিভিন্ন জায়গায়, সেদিকে নজর দিতে হবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই বিধি না মানার বিষয়টি আরও কঠিন করে দিচ্ছে লড়াইকে। প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি ইস্যু করা হয়েছে। যেখানে এই তথ্যগুলিও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন গোটা দেশকে একত্রিত করে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য।
পরে প্রধানমন্ত্রী জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখনও পর্যন্ত এগোনো হলেও, গন্তব্যে পৌঁছতে এখনও অনেক দেরি। বুধবারের বৈঠকে উপস্থিত ছিল তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, তেলেঙ্গানার মত রাজ্যগুলি। এই নিয়ে ছয় বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। শেষ বৈঠক হয়েছিল ১১ই মে।
দুদিনের এই ভার্চুয়াল মিটিংয়ে মূলত করোনা পরিস্থিতি আলোচনা করা হয়। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ২১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানদের সঙ্গে আলোচনায় বসেন। উপস্থিত ছিল কেরলা, গোয়া, পঞ্জাব,উত্তরাখণ্ড, ঝাড়খন্ড, উত্তর-পূর্বের রাজ্যগুলি ও কিছু কেন্দ্র শাসিত অঞ্চল।
প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় ৩৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী করা উচিত, কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে বৈঠকে কথা বলেন তিনি।
Be the first to comment