সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই লাদাখে পৌঁছলেন মোদী

Spread the love

লেহ লাদাখে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ জুন এই এলাকাতেই ভারত-চিন সেনারা সংঘর্ষের সময় মুখোমুখি হয়েছিলেন। সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান।

সেনাবাহিনীর মনোবল বাড়াতে শুক্রবার সকালে সীমান্তে পৌছছেন তিনি। এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন আছে তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন তিনি। একই সঙ্গে সামরিক হাসপাতালে আহত সৈন্যদের সাথে দেখা করবেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াত।

গত সপ্তাহে মন কি বাত রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, লাদাখের বিষয়ে ভারত চিনকে উপযুক্ত জবাব দিয়েছে। চিনের নাম না করেই মোদী জানিয়েছিলেন, পড়শি যে কোনও দেশ যদি লাদাখের দিকে তাকায় তবে তার যোগ্য জবাব দিতে ভারত তৈরি।

উল্লেখ্য, ১৫ জুন ভারত-চিন যে সংঘর্ষ হয় তা নিয়ে শোরগোল পড়েছিল গোটা বিশ্বে। ইন্দো-চিন সীমান্ত সম্পর্কের ইতিহাসে ৪৫ বছর পরে এমন রক্তক্ষয় হয়নি সীমান্তে। চিনের সঙ্গে কোনভাবেই সমঝোতায় পৌঁছনো সম্ভব হচ্ছে না। একাধিক উচ্চপদস্থ বৈঠকেও মিলছে না কোনও সুরাহা।

উলটে ভারত থেকে ব্যান করে দেওয়া হয়েছে চিনের বেশ কিছু অ্যাপ। চিনেও ভারতের বেশ কিছু সাইটে ঢোকা যাচ্ছিল না বলে অভিযোগ ওঠে। সংঘর্ষের পর থেকেই উভয় দেশের মধ্যে রয়েছে যুদ্ধ যুদ্ধ আবহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*