করোনা নিয়ে পর্যালোচনা, ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করলেন নরেন্দ্র মোদী

Spread the love

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার, অসম-সহ বিভিন্ন রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।

রবিবার টেলিফোনে বিহার, অসম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। এই সাত রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি রোগ প্রতিরোধে যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে, সে বিষয়েও কথা বলেন নমো। প্রধানমন্ত্রীকে নিজেদের রাজ্যের সম্পর্কে সবিস্তার তথ্য জানান মুখ্যমন্ত্রীরা।

রবিবারই একদিনে সর্বাধিক সংক্রমণের রেকর্ড করেছে ভারত। একধাক্কায় আক্রান্ত বেড়ে হয়েছে প্রায় ৩৯ হাজার! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৯০২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ২৪ ঘণ্টার নিরিখে যা এখনও পর্যন্ত সর্বাধিক। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*