৩০০০ কোটির জলপ্রকল্পের শিলান্যাস, মণিপুরের মহিলাদের রাখিবন্ধনের বিশেষ উপহার দিলেন নরেন্দ্র মোদী

Spread the love

মণিপুরে জলসরবরাহ প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সিঙের মাধ্যমে এদিন এই অনুষ্ঠানে যোগ দেন নমো। বলেন, এই প্রকল্প মণিপুরের মহিলাদের জন্য তাঁর রাখিবন্ধনের উপহার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এই প্রকল্প গ্রেটার ইম্ফল ও মণিপুরের ১৭০০ গ্রামকে বিশুদ্ধ পানীয় জল দেবে। এখানকার মানুষদের জীবনরেখা গড়ে দেবে এই প্রকল্প।’ মহিলাদের জন্যও এই প্রকল্প বিশেষ উপকারী হবে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় পঞ্চায়েত ও মানুষজনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রকল্প তৈরি করা হচ্ছে। এটি বিকেন্দ্রিকরণের আদর্শ উদাহরণ হিসেবে বলেন তিনি। তাঁর কথায়, ‘মণিপুর জলসরবরাহ প্রকল্প হাজার হাজার মানুষের কর্মসংস্থানও করবে।’ লকডাউনের সময়েও পাইপ বসানোর কাজ যে চলছে, তাও এ দিন উল্লেখ করেন মোদী। তিনি বলেন, ‘কোভিড ১৯-এর জন্য দেশ স্তব্ধ হয়ে নেই।’

মণিপুরের মানুষের জন্য কেন্দ্র আর কী কী পদক্ষেপ করেছে, তারও এ দিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তর-পূর্বের রাজ্যগুড়ি জোড়া চ্যালেঞ্জের সম্মুখীন। কোভিড ১৯ ও বন্যা। বন্যার কারণে অনেককেই বাড়ি ছাড়তে হচ্ছে। এই কঠিন সময়ে আপনাদের পাশে সবাই রয়েছে, এটা আশ্বস্ত করছি।’

জল জীবন মিশন প্রকল্পের থেকে মণিপুরের জলসরবরাহ প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয়েছে। এর ফলে ১,৪২,৭৪৯ বাড়ির কলে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল। ২০২৪ সালের মধ্যে ‘সব ঘরে জল’-এর প্রতিশ্রুতি পালনে এই প্রকল্প মণিপুর সরকারের কাছে একটা বড় গুরুত্বের বিষয়। এর জন্য খরচ হচ্ছে আনুমানিক ৩০৫৪.৫৮ কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*