কার্গিলে বন্ধুত্বের জবাবে বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তানঃ প্রধানমন্ত্রী

Spread the love

“মন কি বাত”-এর ৬৭ তম পর্বে কার্গিল যুদ্ধে সেনার অবদান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, কার্গিলে বন্ধুত্বের জবাবে বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তান। সেনা জওয়ানরা সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন। আমরা তা ভুলিনি। কার্গিলে সেনার অবদান ভোলার নয়। আজ সারা দেশের মানুষ শহিদদের স্মরণ করছে।

তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির কথাও তুলে ধরেন তিনি। বলেন, অটল বিহারীজি গান্ধিজির কথা উদ্ধৃত করে বলেছিলেন, কঠিন সময়ে কেউ যদি কী করবেন বুঝতে না পারেন তাহলে দেশের সবচেয়ে গরিব মানুষের দিকে তাকাতে হবে। তাদের কী অবস্থা দেখতে হবে। তাহলেই বুঝে যাবেন কী করতে হবে। অটল বিহারীজি আরও বলেন, কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে, আমরা কী এমন কিছু করছি যাতে সেনা জওয়ানদের সম্মানে প্রশ্ন উঠতে পারে? তাঁরা বিভিন্ন দুর্গম জায়গা থেকে লড়েন। তাঁদের কথা ভাবতে হবে। এরপরই অটল বিহারী বাজপেয়ির একটি ভিডিয়ো ক্লিপ তুলে ধরেন তিনি।

দেশে ১৪ লাখ ছুঁইছুঁই কোরোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশবাসীকে আবারও সতর্ক থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি সকলকে মাস্ক পরতে অনুরোধ করেন। বলেন, “দেশ কোরোনা মোকাবিলায় লড়ছে। কোরোনা বিপদ কাটেনি এখনও। আজ আমাদের দেশে সুস্থ হওয়ার পরিমাণ অনেকটাই বেশি। অন্য দেশের থেকে ভারতে মৃত্যুর হারও কম।

তবে, সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে। আমাদের মাস্কে সমস্যা হয়। মনে হয় মাস্ক খুলে দিই। কথা বলার সময় অসুবিধা বেশি হয়। কিন্তু আমি অনুরোধ করছি, যখনই মাস্ক খুলতে ইচ্ছে করবে, আমাদের চিকিৎসকদের কথা ভাবুন, নার্সদের কথা ভাবুন। তাঁরা ৮ থেকে ১০ ঘণ্টা ধরে মাস্ক পরে থাকেন, তাহলে তাঁদের কী অবস্থা হয় ভাবুন একবার। তাই যখনই মাস্ক খুলতে ইচ্ছে করবে, তাঁদের কথা ভাববেন।

অন্য বারের মতো এবারও দেশের বিভিন্ন পরিষেবায় গতি আনার কথা বলেন প্রধানমন্ত্রী । দেশ একদিকে লড়লেও অন্যদিকে কাজ চালিয়ে যেতে হবে, এই বার্তাও দেন তিনি । বলেন, “কোরোনায় আমাদের খুব কঠিনভাবে লড়তে হবে । সবকিছুতেই গতি আনতে হবে । কোনওকিছুই যাতে পিছিয়ে না পড়ে সেবিষয়ে দেখতে হবে । কোরোনায় দেশ একসঙ্গে লড়ছে ।”

প্রধানমন্ত্রী সব শেষে বলেন, “7 আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে । দেশের এই হ্যান্ডলুমকে সকলের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে । এটা আপনাদেরই দায়িত্ব । আর আগামী মাসে যখন আমরা মন কি বাতে কথা বলব, তার আগেই স্বাধীনতা দিবস হবে । এবার ভার্চুয়াল হবে । ওইদিন নতুন কিছু করার সংকল্প নিন । মানুষের পাশে থাকার চেষ্টা করুন ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*