আদিবাসী বিক্ষোভ গলার কাঁটা হয়ে দেখা দিতে পারে মোদি সরকারের, পড়ুন বিস্তারিত

Spread the love

আদিবাসী বিক্ষোভ গলার কাঁটা হয়ে দেখা দিতে পারে মোদি সরকারের। সূত্রের খবর, আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে সেদিনই সেখানে প্রায় ৭৫ হাজার আদিবাসী বিক্ষোভ দেখাতে পারেন বলে জানা গেছে। স্থানীয় আদিবাসী সংগঠনগুলির বক্তব্য, মোদির স্বপ্নের প্রকল্পের জন্য সবচেয়ে বেশি মাশুল দিতে হয়েছে আদিবাসীদের। এরা সবাই নর্মদা জেলার কেভেদিয়া জেলার বাসিন্দা। আর সেখানেই তৈরি হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ মূর্তিটি। এর ফলে তাঁদের জমি, জীবিকাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এমনিতেই প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে মূর্তি নির্মাণের সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। তাতে এবার নবতম সংযোজন হতে চলেছে আদিবাসী অসন্তোষ। তাঁদের নেতা ড. প্রফুল্ল বাসব জানান, ওইদিন প্রায় ৭২টি গ্রামের মানুষ বিক্ষোভ দেখাবেন। সমস্ত এলাকা জুড়ে পালিত হবে অরন্ধন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই আদিবাসীদের অধিকারের কথা একবারও ভাবেনি। আমরা উন্নয়নের বিরুদ্ধে নই। কিংবা সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শের সঙ্গেও কোনও বিরোধ নেই। কিন্তু সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। সর্দার সরোবর নর্মদা প্রজেক্টের জন্য জমি কেড়ে নিয়েছে সরকার। এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। বহু মানুষ তাঁদের জীবিকা হারিয়েছেন। তাঁদের স্বার্থে ৩১ অক্টোবর অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আদিবাসীদের সংগঠনগুলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*