কৃষি বিলের বিরোধিতায় পথে নেমেছে একাধিক কৃষক সংগঠন। পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এরই মাঝে আজ নরেন্দ্র মোদী বলেন, নতুন কৃষি বিলের ফলে দুর্নীতি বন্ধ হবে। কৃষকদের উন্নয়নের লক্ষ্যেই এই বিল আনা হয়েছে।
কৃষি বিলের বিরুদ্ধে পঞ্জাবে তিনদিনের রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কয়েকটি কৃষক সংগঠনের ডাকে চলছে ভারত বনধ। অমৃতসর-দিল্লির মাঝে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। কর্নাটক সহ অন্য রাজ্যেও বিক্ষোভ চলছে। এরই মাঝে আজ দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য পেশ করতে গিয়ে কৃষকদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, কৃষি বিল নিয়ে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে । কৃষকদের স্বার্থেই বিল পাশ হয়েছে।
দীর্ঘসময় ধরে দুর্নীতির শিকার হয়েছেন কৃষকরা। বলেন, “কৃষক ও শ্রমিকরা পুরোনো আইনের জাল কোনওদিন বুঝতে পারেনি। কিন্তু বিজেপি সরকার সবসময় এই পরিস্থিতি পালটাতে চেয়েছে। কৃষকদের স্বার্থে প্রতিনিয়ত সংস্কারের কাজ করেছে। তিনি বলেন, শেষ কয়েক বছরে NDA সরকার কৃষকদের ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। ১০ কোটির বেশি কৃষককে ১ লাখ কোটির বেশি টাকা দেওয়া হয়েছে । কৃষকরা যাতে সহজেই ঋণ নিতে পারে তার চেষ্টা করেছে সরকার।
কৃষি বিল পাশ হওয়ার পরই সংসদে বিক্ষোভ দেখায় বিরোধীরা। আর তার পর থেকে পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল ও কৃষক সংগঠন। আজ ডাক দেওয়া হয়েছে ভারত বনধের। অভিযোগ, নতুন কৃষি বিলে কৃষকদের স্বাধীনতা খর্ব হবে। এই বিল কৃষক বিরোধী। শ্রম বিল নিয়েও একইভাবে সরব হয়েছে বিরোধীরা। এমনকী সংঘ পরিবার প্রভাবিত শ্রমিক সংগঠন শ্রম বিলের বিরোধিতা করেছে। কৃষি বিলের বিরোধিতা করেছে বিজেপির শরিক শিরোমণি আকালি দলও। আজ বক্তব্য পেশ করতে গিয়ে বিরোধীদেরও নিশানা করেন প্রধানমন্ত্রী । তাঁর কথায়, কৃষি বিল নিয়ে বিরোধীরা ভুল বোঝাচ্ছে। এই বিল কৃষকদের স্বার্থেই। কৃষকদের উন্নয়নের কথা মাথায় রেখেই এই বিল আনা হয়েছে। সবাইকে আত্মনির্ভর করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, কৃষকদের কাছে গিয়ে এই বিল সম্পর্কে বোঝাতে হবে বিজেপি কর্মীদের। বলেন, “প্রত্যেক বিজেপি কর্মীকে মাঠে নেমে কৃষকদের সঙ্গে কথা বলতে হবে । খুব সহজ ভাষায় নতুন বিল সম্পর্কে বোঝাতে হবে। ভার্চুয়াল দুনিয়ায় যে গুজব ও মিথ্যে রটানো হচ্ছে তা বন্ধ করবেই বিজেপি।
শ্রম বিল নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, শ্রম সংস্কার শ্রমিকদের সাহায্য করবে। এতদিন দেশের ৩০ শতাংশ শ্রমিক ন্যূনতম মজুরি গ্যারান্টি স্কিমের আওতায় পড়ত । এখন অসংগঠিত ক্ষেত্রেও কর্মীরা এই স্কিমের আওতায় পড়বে।
Be the first to comment