কৃষক সাধারণ মানুষের জন্য মোদী সরকার কাজ করছে না। মোদী সরকার কাজ করছে আদানি আম্বানিদের জন্য। কৃষি বিলের সমালোচনা করতে গিয়ে এই ভাবেই নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী।
কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরোধিতা করে ক্ষেতি বাঁচাও যাত্রা বেরিয়েছিলেন রাহুল গান্ধী। তখনই তিনি মন্তব্য করেন, আদানি আম্বানি আর মোদী এই তিন মিলে দল চালাচ্ছে । নরেন্দ্র মোদীকে বলা হয়েছে উনি যেন ছোট ব্যবসায়ী ,চাষী, শ্রমিকদের শেষ করে ওদের জন্য রাস্তা খুলে রাখেন।
পাঞ্জাব, হরিয়ানার দিকে রাহুল গান্ধীর এই ট্রাকটা যাত্রা নিয়ে বিজেপির নেতা মন্ত্রীরা কটাক্ষ করেছেন। ওই যাত্রায় রাহুলের ব্যবহৃত ট্রাক্টরে গদি লাগানো থাকায় তারা রাহুল গান্ধীকে ভিআইপি চাষী বলে ব্যঙ্গ করেছে। এদিকে ওই ট্রাক্টর নিয়ে হরিয়ানা সীমান্তে ঢোকার সময় সোনিয়া পুত্র তা স্টীয়ারিং-এ হাত রেখে প্রশ্ন তুলেছেন, কেন প্রশ্ন তোলা হবে না ৮ হাজার কোটি টাকা দিয়ে ভিআইপি বিমান কেনা হয়েছে। সেই বিমানে গদি তো কম কথা ৫০টি পালঙ্ক আছে। মোদির বন্ধু ট্রাম্পের কাছে এমন বিমান থাকায় এখন মোদীর ওইরকম বিমানের প্রয়োজন হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল।
কৃষিক্ষেত্রে সংস্কারের নামে এই সরকার বেসরকারি সংস্থাকে সুযোগ করে দিচ্ছে চুক্তি চাষ করিয়ে চাষীদের কাছ থেকে সরাসরি ফসল কেনার। আর এর ফলে সুবিধা পাবে আদানি আম্বানির মত শিল্প সংস্থা বলে অভিযোগ রাহুল গান্ধীর। যদিও আবার বিজেপি রাহুলের চাষাবাদ সম্পর্কে কতটা ধারণা আছে তা নিয়ে প্রশ্ন তুলেছে ।
তারই প্রেক্ষিতে রাহুলের জবাব, তিনি তো করোনার জন্য অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করেছিলেন। অন্যদিকে তো ২১ দিনে করোনার বিরুদ্ধে জয় আসবে ভেবেছিলেন কেউ কেউ। এর থেকেই বোঝা যায় কার কতটা বোধশক্তি বলে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
Be the first to comment