লকডাউন উঠলেও ভাইরাস যায়নিঃ প্রধানমন্ত্রী

Spread the love

উৎসবের মরশুমে শুরু হয়ে গেছে। লকডাউন উঠে গেছে। কিন্তু ভাইরাস এখনো যায়নি। আজ জাতির উদ্দেশ্যে তার ভাষণে একথাই বারে বারে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানান আমরা কঠিন সময় পেরিয়ে এসেছি। এই সময় সামান্য গাফিলতি ও বাধার সঞ্চার করতে পারে। সবাইকে তিনি দায়িত্ব পালন ও সতর্ক থাকার অনুরোধ করেন। দুই গজের দূরত্ব, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি জানান করোনার বিরুদ্ধে লড়াইয়ে করণা টেস্টিং বৃদ্ধি বড় শক্তি। তিনি বলেন করোনার বিরুদ্ধে লড়াই দেশবাসী যেন হাল্কা ভাবে না নেন। বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে বেপরোয়া ভাব স্পষ্ট দেখা যাচ্ছে । তিনি বলেন আমেরিকার মতো দেশে আবার কোরণার সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে গাফিলতির কোন জায়গা নেই। ভারতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় সাড়ে পাঁচ হাজার করোনা আক্রান্ত। আমেরিকা ব্রাজিলের মতো দেশে এই সংখ্যা ২৫ হাজারের কাছে । ভারতে প্রতি লক্ষ্যের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু আমেরিকা ব্রাজিল ইত্যাদি বহু দেশে এই সংখ্যা ৬০০ র কাছাকাছি। আমাদের দেশে করোনা আক্রান্তের জন্য ৯০ লক্ষের বেশি বেড আছে। দেশে করোনা টেস্ট এর সংখ্যা ১০ কোটি পেরিয়ে যাবে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন করোনার ধাক্কা সামলে আমাদের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। দোকান বাজার খুলেছে। কিন্তু তিনি দেশবাসীকে মনে করিয়ে দেন লকডাউন না থাকলেও ভাইরাস চলে যাইনি। করোনা ভাইরাস এখনো আছে এটা সবাইকে মনে রাখতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানান ভ্যাকসিন বাজারে এলে তা প্রত্যেক দেশবাসীর কাছে দ্রুত পৌঁছে দেয়া হবে। সেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী বলেন চিকিৎসক-নার্স সহ করণা যোদ্ধারা বিপুল সংখ্যায় কাজ করছেন। এই সময়টা গা ছাড়া মনোভাব দেখানোর সময় নয়।

প্রধানমন্ত্রী দেশবাসীকে নবরাত্রি, দশেরা, ঈদ এবং ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানান উৎসবের সময় আমাদের জীবনে আনন্দ এনে দেয়। কিন্তু এখন সামান্যতম গাফিলতি আমাদের অগ্রগতিকে স্তব্ধ করে দিতে পারে। কিন্তু সতর্ক হয়ে চলে জীবনে খুশি এবং আনন্দে বজায় থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*