দেশের প্রথম চালকহীন মেট্রোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী । ২৮ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ভারতের প্রথম চালকবিহীন মেট্রো সার্ভিসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী।
একই দিনে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড সার্ভিস পরিষেবারও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড নিয়ে দেশের যে কোনও প্রান্ত থেকে ইশু করা রুপে-ডেবিট কার্ড ব্যবহারকারী যে কোনও ব্যক্তিই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ভ্রমণ করতে পারবেন। এই পরিষেবা ২০২২ সালের মধ্যে সমগ্র দিল্লি মেট্রো নেটওয়ার্কেই চালু করা হবে বলেও জানানো হয়েছে।
চালকবিহীন মেট্রোগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং এতে মনুষ্য়সৃষ্ট ত্রুটির সম্ভাবনাও কম । পিএমও-র তরফে বলা হয়েছে, ম্যাজেন্টা লাইনে চালকবিহীন পরিষেবা শুরুর পর, দিল্লি মেট্রোর গোলাপী লাইনে ২০২১ সালের মাঝামাঝি সময়ে এই চালকবিহীন পরিষেবা চালু হবে বলে আশা করা হচ্ছে ।
Be the first to comment