পশ্চিমবঙ্গকে ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায় সরকারঃ নরেন্দ্র মোদী

Spread the love

পশ্চিমবঙ্গকে ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায় কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় বাজেট নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

আজ পশ্চিমবঙ্গের জন্য অনেক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার মধ্যে যোগযোগ ব্যবস্থার উন্নতিতে রাস্তা তৈরিতে জোর দেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের কথা তুলে ধরেছেন ৷

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের উপকূলবর্তী রাজ্যগুলিকে ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার ৷ এদিন সেটাই বলেছেন প্রধানমন্ত্রী ৷ এই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে তামিলনাড়ু ও কেরালা ৷

সোমবার পেশ করা বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷ এই ধরনের একটি বাজেট করোনা পরবর্তী সময়ে পেশ করার জন্য তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অর্থমন্ত্রকের পুরো টিমকে ধন্যবাদ দিয়েছেন ৷ তাঁর মতে, এই বাজেট ভারতের আত্মবিশ্বাসকে বাড়াবে ৷ এতে আত্মনির্ভরতার দর্শন রয়েছে ৷ এই বাজেট পরিকাঠামোর নতুন ক্ষেত্র তৈরি করেছে ৷ যুবকদের জন্য নতুন কাজের দিশা দেখানো, জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেওয়া হয়েছে ৷

এই বাজেটে কৃষকদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর দাবি ৷ তাঁর কথায়, কৃষিক্ষেত্রে ও কৃষকদের আয় বাড়াতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে ৷ সেই করণে কৃষি উন্নয়ন কর চালু করা হচ্ছে ৷ এই করের টাকাই কৃষকদের উন্নতিতে ব্যবহার করা হবে ৷ তাই তিনি জানিয়েছেন, এই বাজেটের হৃদয়ে গ্রাম ও কৃষকরা রয়েছেন ৷

আর এই বাজেট কেন ভালো সেই ব্যাখ্যাও এদিন দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, এই ধরনের বাজেট কম দেখতে পাওয়া যায় ৷ এক ঘণ্টার মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে ৷ বাজেটের স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশংসা করেছেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*