বিক্ষোভরত কৃষকদের ফের আলোচনার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় তিনি বললেন, সমস্যার সমাধানে কোনও এক পক্ষকে এক ধাপ এগিয়ে আসতে হবে। ভালো কোনও প্রস্তাব এলে কেন্দ্রীয় সরকার অবশ্যই তা ভেবে দেখবে বলে প্রতিশ্রুতি দেন নমো।
সোমবার রাজ্যসভায় ধন্যবাদজ্ঞাপন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কৃষিমন্ত্রী কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে কথা বলছেন। কোনও উত্তেজনা নেই, এই কক্ষের মাধ্যমে আমি আবার তাঁদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কোনও স্থির পৃথিবীতে বাস করি না। সমস্যার সমাধানে একজনকে এক ধাপ এগিয়ে আসতে হবে। আমরা এপিএমসি ও মাণ্ডিগুলিকে মজবুত করার কাজ চালাচ্ছি। কল্যাণমূলক প্রকল্পগুলিতে সস্তায় রেশন পাওয়াও অব্যাহত থাকবে। মোদীর প্রতিশ্রুতি, ন্যূনতম সহায়ক মূল্য অর্থাত্ এমএসপি ছিল, আছে ও থাকবে।
কৃষক আন্দোলনে থাকা শিখদের মন জয়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ”প্রত্যেক শিখের জন্য দেশ গর্বিত। দেশের জন্য তাঁরা কী না করেছেন ? তাঁদের প্রতি আমরা যতই শ্রদ্ধা জানাই, সেটা কম হবে। আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পঞ্জাবে কাটাতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। কিছু লোক তাঁদের উদ্দেশে যে শব্দ ব্যবহার করে এবং তাঁদের ভুলপথে চালিত করে, সেই প্রচেষ্টা দেশের জন্য হিতকর হবে না।
আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ”গত কয়েক বছরে আমরা একটা নতুন ধরনের আন্দোলনকারী দেখতে পাচ্ছি। তাঁরা হলেন আন্দোলনজীবী। যাঁদের প্রতিটি বিক্ষোভে দেখা যাচ্ছে। এই আন্দোলনজীবীদের থেকে দেশকে রক্ষা করতে হবে। এরা আসলে পরজীবী। ওঁদের নিজস্ব কোনও শক্তি নেই। কিন্তু তাঁরা সব বিক্ষোভে যোগ দেন।
Be the first to comment