রবিবার হলদিয়ায় রাজনৈতিক সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন ৷ আজ রাজ্যসভাতেও সেই আক্রমণের রেশ বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পশ্চিমবঙ্গে কিষান সম্মাননিধি প্রকল্প চালু না হওয়ায় তৃণমূল সরকারকে আরও একবার বিঁধলেন তিনি ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজনীতির জন্যই বাংলার লাখো কৃষক কিষান সম্মাননিধির প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন ৷ এই অভিযোগ বারবার করে আসছেন বিজেপি নেতারা ৷ একই অভিযোগ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও ৷ রাজ্যসভায় জবাবি ভাষণেও মোদীর গলায় শোনা গেল সেই একই অভিযোগ ৷ বললেন, বাংলায় রাজনীতি না হলে আজ পশ্চিমবঙ্গের লাখ লাখ কৃষক সম্মাননিধি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারতেন ৷ কিন্তু, পশ্চিমবঙ্গ সরকারের রাজনীতির জন্যই এখনও কিষান সম্মাননিধির সুবিধা থেকে বঞ্চিত রাজ্যের কৃষকরা ৷
দেশের কতজন কৃষক তিন কিস্তিতে দু’হাজার টাকা করে পান তার পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ এরপর বলেন, “যদি বাংলায় রাজনৈতিক বাধা না আসত তাহলে আরও কৃষক কিষান সম্মাননিধি প্রকল্পের সুবিধা পেতেন ৷ সেক্ষেত্রে উপভোক্তার সংখ্যা বাড়ত ৷” রবিবার হলদিয়ার সভা থেকেও পিএম কিষান সম্মাননিধি নিয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী ৷ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ক্ষমতায় এলে বকেয়া সহ কৃষক প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণাও করেন তিনি ৷
তিনি বলেন, “কৃষকদের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই পিএম কিষান সম্মাননিধি চালু করা হবে ৷
Be the first to comment