কৃষি আইন বাধ্যতামূলক নয়, লোকসভায় নতুন সুর মোদীর গলায়

Spread the love

নয়া কৃষি আইন কোনও ভাবেই বর্তমান মাণ্ডি ব্যবস্থাকে নস্যাৎ করবে না। এই আইন কারও ওপর জোর করে চাপিয়েও দেওয়া হচ্ছে না। কৃষকরা চাইলে এই আইন মানতেও পারেন, নাও মানতে পারেন, লোকসভায় জবাবি ভাষণে এমনটাই বললেন নরেন্দ্র মোদি। পাশাপাশি তীব্র কটাক্ষ করলেন তাঁর ভাষায় ‘আন্দোলনজীবীদের।

বুধবার নরেন্দ্র মোদী বলেন, নয়া কৃষি আইন কৃষি ক্ষেত্রে একটি নতুন ব্যবস্থা। কোনও কৃষক যদি মনে করেন তিনি পুরনো ব্যবস্থায় বেশি উপকৃত হবেন তিনি সেটাই ‌ব্যবহার করতে পারেন। যেখানে ইচ্ছে সেখানেই ফসল বিক্রি করতে পারেন। এই সংস্কারকে জরুরি বলেও তুলে ধরেন তিনি। পাশাপাশি বলেন এই আইন বলবৎ হতেই এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য) তে কেনাবেচা বেড়েছে।

আন্দোলনকারী কৃষিজীবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে এদিন মোদী বলেন, কেন্দ্র তো বটেই, দাবিদাওয়া নিয়ে পথে নামা কৃষকদের প্রতি সংসদের শ্রদ্ধা রয়েছে। সেই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বিষয়টি খতিয়ে দেখছেন। কিন্তু বিরোধীদের জন্য তাঁর মুখে ছিল কড়া সুর। তিনি বলেন, লোকসভার কাজে যারা বাধা দিচ্ছেন তারা সুপরিকল্পিত ভাবেই এ কাজ করছেন। কারণ তাঁরা মানুষ যে ঠিক পথে হাঁটছে, তা তাদের হজম হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*