ভয়ে ভয়ে নয়, নির্ভয়ে ভোট দিন। যেখানেই গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হবে, সেখানেই রুখে দাঁড়ান।
আজ খড়্গপুরের সভা থেকে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া ভাষায় পুলিস ও প্রশাসনকে দিলেন সংবিধানের পাঠও।
এদিন তিনি আরোও বলেন, “২০১৮-তে পঞ্চায়েত ভোটে যেভাবে দিদি আপনাদের অধিকারকে খর্ব করেছে, তা সারা বিশ্ব দেখেছে। যাঁদেরকে সংবিধান রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরাই বাংলায় গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।”
তিনি এদিন বলেন, “তবে আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি, দিদিকে এবার আর লোকতন্ত্রে আঘাত হানতে সুযোগ দেওয়া হবে না।” একইসঙ্গে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, “পুলিস ও প্রশাসনেরও মনে রাখা উচিত যে, সংবিধান ও লোকতন্ত্রের চেয়ে বড় কিছু হয় না।” উল্লেখ্য, এদিন সভায় বাংলাতেও তৃণমূল নেত্রী তথা প্রশাসনকে হুঁশিয়ারি দিতে দেখা যায় মোদীকে।
Be the first to comment