তবে কী থমকে যাবে মোদি-হাওয়া? জানা যাবে আগামী মঙ্গলবার

Spread the love

মোদী-ঝড় তো শেষ ! কিন্তু মোদি-হাওয়া ? সেটিও মুছে যেতে চলেছে কিনা সেটি জানা যাবে আগামী মঙ্গলবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন ৷ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর একজিট পোলের নিরিখে রাজনীতির অঙ্কে বেশ কিছুটা চাপের মুখে বিজেপি ৷ কিন্তু দেশজুড়ে নাম-বদলের প্রক্রিয়াতে কোনও খামতি নেই ৷ শহর-রাস্তা-স্টেশনের পর এবার গোটা একটি বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দিকে ঝুঁকছে যোগী সরকার ৷

যোগী সরকারের শাসনাধীন রাজ্যে এবার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলকে ঘিরে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে ৷ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল করা হবে ৷ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে করা হবে ‘প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয় ৷’

প্রসঙ্গত, কিছুদিন আগেই গোটা এলাহাবাদের নাম বদলের প্রস্তাব দিয়েছিল যোগী সরকার ৷ উত্তরপ্রদেশের এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করার প্রস্তাব দিয়েছিল যোগী সরকার ৷ এবার সেই নাম বদলের সূত্র ধরেই এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয় নামকরণের সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার ৷

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা আগেই জানিয়েছিলেন, এলাহাবাদের নাম বদলে গেলে স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনও অবশ্য প্রয়োজনীয় ৷ যার জেরে আশা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের নাম বদলের পাশ হওয়ার পরেই শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম বদল করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*