প্রথমে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছিলেন। আর মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্ণবুলের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিপিন্সের ম্যানিলায় চলা ৩১তম আসিয়ান সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে ফিলিপিন্সে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করবেন মোদি। সেদেশের ভারতীয় দূত ওই বৈঠকে আতিথেয়তা করবেন বলে জানা গিয়েছে। রবিবার তিনদিনের সফরে ফিলিপিন্সে পৌঁছান প্রধানমন্ত্রী। সোমবার ম্যানিলায় ৩১তম আসিয়ান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ককে স্বাগত জানান ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুয়ার্ত এবং তাঁর স্ত্রী হানিলেট অ্যাভানসেনা।
সোমবারই ভারত ও ফিলিপিন্সের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মউ চুক্তি। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রকে মাথায় রেখেই এই চুক্তি সাক্ষরিত হয়েছে। দীর্ঘ ৩৬ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ফিলিপিন্সে গিয়েছেন। তবে শুধু ফিলিপিন্সই নয় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারত ও আমেরিকার মধ্যে সুসম্পর্ক গড়ে উঠছে। এশিয়া ও মানবিকতার উন্নয়নই তাঁর প্রধান লক্ষ। এরই মধ্যে ম্যানিলার ভারতীয় সমাজের এক সমাবেশে মোদী তাঁদের ভারতের অ-সম্প্রসারণবাদী মতাদর্শের কথা স্মরণ করিয়ে দেন, বলেন, গত ৫,০০০ বছরে ভারত কখনও কারও ওপর হামলা চালায়নি। মহাত্মা গাঁধীর দেশ হিসেবে সব সময় বিশ্বে শান্তি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে তারা। শাসনকালের প্রথম ৩ বছরেই আসিয়ান অন্তর্ভুক্ত ১০টি দেশেই সফর করেছেন প্রধানমন্ত্রী।
ফিলিপিন্সের রাজধানি ম্যানিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে
ম্যানিলায় প্রবাসী ভারতীয়দের সাথে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Be the first to comment