উচ্চবর্ণের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য তাঁর সরকারের আনা সংরক্ষণ বিলকে সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। বিলটি নিয়ে বিরোধীরা তুমুল হইচই করলেও, প্রধানমন্ত্রীর আশা বিলটি পাশ হয়ে যাবে। বুধবার মহারাষ্ট্রের সোলাপুরের জনসভায় মোদী বলেন, অবিচারের মানসিকতার শেষ হোক। আমরা চাই সমান সুযোগ।
সোলাপুরের জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আশা করি বিলটি পাশ হয়ে যাবে। সামাজিক ন্যায়বিচারের জন্য সাধারণ মানুষের ইচ্ছাকে মর্যাদা দেবেন বলেই আমি আশা রাখি। এই বিলের মাধ্যমে বিরাট সুযোগ পাবে ব্রাহ্মণ, রাজপুত(ঠাকুর), জাঠ, মারাঠা, ভূমিহার সহ অনান্য বর্ণের মানুষজন।
Be the first to comment