মোদীর জমানায় দেশের ঋণ বেড়ে দাঁড়ালো ৮২ লক্ষ কোটি

Mumbai: Prime Minister Narendra Modi delivers a speach at the inaugural ceremony of the National Museum of Indian Cinema in Mumbai on Saturday, Jan. 19, 2019. (PTI Photo/Mitesh Bhuvad)(PTI1_19_2019_000174b)
Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দেশের ঋণ একধাক্কায় ৪৯ শতাংশ বেড়েছে। গত সাড়ে চার বছরে ঋণ বেড়ে ৮২ লক্ষ কোটি টাকা হয়েছে বলে রিপোর্টে জানা গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঋণ সংক্রান্ত ‘স্টেটাস পেপার’-এর অষ্টম সংস্করণ থেকে এই তথ্য উঠে এসেছে। ২০১৮-র সেপ্টেম্বরে অর্থমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ঋণের পরিমাণ ৮২ লক্ষ, ০৩ হাজার ২৫৩ কোটি টাকা। ২০১৪ সালের জুন মাসে অর্থাৎ ইউপিএ জমানার শেষ কোয়ার্টারে এই ঋণের পরিমাণ ছিল ৫৪ লক্ষ ৯০ হাজার ৭৬৩ কোটি টাকা। সুতরাং, ঋণ বেড়েছে অনেকটাই।

গত চার বছরে পাবলিক সেক্টরে ঋণের পরিমাণ বেড়েছে ৫১.৭ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*