মহম্মদ বিন সলমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে মোদী, প্রশ্ন তুললো কংগ্রেস

Spread the love

ভিডিও সৌজন্যে- (এএনআই)

পাকিস্তান সফর শেষ করে একদিনের ভারত সফরে এসে পৌঁছেছেন সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মূলত ব্যবসা ও সন্ত্রাসবাদের ব্যপারে আলোচনা করতেই তাঁর ভারতে আসা। এদিকে ভারত সফরে আসতেই প্রটোকল ভেঙে সৌদি ক্রাউন প্রিন্সকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান থেকে নামতেই সলমনকে উষ্ণ আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের বন্ধুকে কেন প্রধানমন্ত্রী আলিঙ্গন করলেন? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

এদিকে কংগ্রেস ট্যুইটারে অভিযোগ করেছে, পাকিস্তানকে একগুচ্ছ সাহায্য করে ভারতে এসেছেন সৌদি ক্রাউন প্রিন্স। কেন তাঁকে আলিঙ্গন করছেন প্রধানমন্ত্রী? সৌদি প্রিন্সকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর তাঁকে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতি ভবনে। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদী।




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*