নরেন্দ্র মোদী ইমরান খানের সঙ্গে কথা বলতে প্রস্তুত তো? প্রশ্ন তুললেন কুরেশি

Spread the love

যুদ্ধ নয়, আলোচনা হোক দু’দেশের ৷ গতকালই সেই প্রস্তাব দিয়েছিলেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ইসলামাবাদ যে কখনওই সন্ত্রাসবাদকে সমর্থন করে না, তাও পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ইমরান ৷
এবার সেই একই মর্মে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রস্তাব আনলেন পাক-বিদেশমন্ত্রী শাহ মহমুদ কুরেশি ৷ উল্লেখ্য, গতকাল বায়ু সেনার একটি চাপার বাদগামে ভেঙে পড়েছিল ৷ পাক সেনা বরাবরই দাবি করে এসেছে, ওই ভারতীয় চপারটি গুলি করে নামানো হয়েছে ৷ এরপরেই ভারতীয় বায়ুসেনার এক পাইলটকে বন্দি করার ভিডিও প্রকাশ করা হয় পাকিস্তানের তরফে ৷ এরপরেই দু’দেশের মধ্যে ওই পাইলটকে দেশে ফেরানো নিয়ে টানটান উত্তেজনা শুরু হয় ৷ ভারতের তরফে নিঃশর্তে পাইলটকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয় ৷ অন্যদিকে, ভারতীয় পাইলটকে ফেরাতে আগ্রাহী পাকিস্তানের বক্তব্য, সীমান্তে শান্তি ফিরে এলে তবেই ফেরানো হবে পাইলটকে ৷
এদিন কুরেশি বলেন, ‘‘আমরা এখনও ভারতীয় পাইলটকে ফিরিয়ে দিতে আগ্রহী ৷ যে কোনও শুভ চুক্তির সঙ্গে যুক্ত হতে আমরা প্রস্তুত ৷’’ এরপরেই বিদেশমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী শান্তি প্রস্তাব নিয়ে টেলিফোনে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী ৷ উনি প্রস্তুত তো ?’’ পাশাপাশি কুরেসি এও বলেন, ‘‘যদি ভারত জঙ্গিদমন নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চায়, তাতেও আমরা প্রস্তুত ৷ এখন শান্তি বজায় রাখাই আমাদের কাছে প্রধান ও মুখ্য কর্তব্য ৷’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*