মাসানুর রহমান,
শুক্রবার সকালে এক বেসরকারি টিভি চ্যানেলে একান্ত সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, কংগ্রেস বিভাজনের ভাষা বলে, কংগ্রেসি ইস্তাহার হতাশাজনক, ইস্তাহারে শর্টকাট করেছে তারা। দেশবাসী কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি পরীক্ষা করে দেখুন। পরিস্থিতি অনুকূল হলে আফস্পা নিয়ে সিদ্ধান্ত। অরুণাচল ও উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
তিনি আরোও বলেন, এমন দেশ আমরা চাই যেখানে আফস্পা থাকবে না। কিন্তু আগে আফস্পা তোলার মত পরিস্থিতি হোক। আইন নিয়ে আমরা ছেলেখেলা করি না, দেশদ্রোহ আইন বেশি ব্যবহার করেছে কংগ্রেস। আইন না থাকলে জাতীয় পতাকা জ্বালানো বন্ধ করা যাবে না। আমাদের সরকার পুরনো আইন বাতিল করেছে। কাশ্মীরের উন্নতির জন্য ন্যূনতম কর্মসূচি নিয়ে কাজ করতে চেয়েছিলাম।
কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, জম্মু-কাশ্মীরের সব ঘরে বিদ্যুৎ-শৌচালয় পৌঁছনোর কাজ শেষ। জম্মু-কাশ্মীর সঠিক পথে এগোচ্ছে। দেশের সেনা জওয়ান নিয়ে তিনি বলেন, দেশের জওয়ানদের আত্মবিশ্বাস কতটা ভেঙেছে কংগ্রেস? জঙ্গি হামলার সময় বাসে করে এলাকা পরিদর্শন করেছি, আগে যা হামলা হত, এখন তার থেকে কম হচ্ছে। আমি গভীর রাত পর্যন্ত জেগে এয়ার স্ট্রাইকের খবর নিই। শেষে রাত ৩.৪০ নাগাদ খবর পাই, সকলে সুরক্ষিতভাবে ফিরে এসেছেন।
এয়ার স্ট্রাইকের প্রমাণ পাকিস্তান নিজেই টুইট করে দিয়েছে। বিপদ হল, এ দেশেও পাকিস্তানের সুরে কথা বলা হচ্ছে।
রামমন্দির প্রসঙ্গে তিনি বলেন, রামমন্দির আমরা সকলেই চাই, তবে সংবিধানকে মানি। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, সকলেরই এক্সপায়ারি ডেট থাকে, ঠিক করে জনগণ, আমার এক্সপায়ারি ডেট কবে জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় জানলে তিনিই বলুন।
অবশেষে তিনি বলেন, গণতন্ত্রে ভোট সবথেকে বড় উৎসব, যাকে খুশি ভোট দিন কিন্তু ভোট দিন অবশ্যই। দ্বিতীয় বার ক্ষমতায় থাকি বা ১০ বার, দেশের মানুষের স্বার্থরক্ষায় সর্বক্ষণ চেষ্টা করব।
Be the first to comment