বৃহস্পতিবার মথুরাপুরে দুপুর ১টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিলো। তার কিছু দূরেই বিকেল পৌনে পাঁচটা নাগাদ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। দু’টি সভাতেই প্রচুর কর্মী-সমর্থক জমায়েতের সম্ভাবনা রয়েছে। আর তাতেই আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠালো স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে DG-কে। স্টেট ইন্টেলিজেন্স বিওরো সূত্রে খবর, মমতার সভার মতোই মোদীর সভাতেও আসতে পারেন প্রচুর মানুষ। দু’টি সভাস্থানের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। মমতার সভায় আসা কর্মী, সমর্থকরা যখন বেরোবেন তখন মোদীর সভায় কর্মী, সমর্থকরা আসতে শুরু করবেন। তাই দু’দলের কর্মী, সমর্থকদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, সেই আশঙ্কাতেই এসপিজি চিঠি দিয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, দু’দলের কর্মী, সমর্থকদের মধ্যে যদি অশান্তি (অ্যাম্বুস) হয়, সেটা কন্ট্রোল করতে পারবে না তারা। সেই সূত্রেই অশান্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য SPG-র তরফে অনুরোধ করা হয়েছে। কারণ, অমিত শাহর রোড শো নিয়ে কলকাতায় যে ঘটনা ঘটেছে তারপর আর কোনও ভাবেই ঝুঁকি নিতে চাইছে না কেউ। আর তাই মোদী ও মমতার দু’টো সভা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা।
Be the first to comment