বাঘেদের জন্য বিশ্বের অন্যতম বড় এবং নিরাপদ আশ্রয় ভারত ৷ সোমবার, ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবসের অনুষ্ঠানে এসে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি বলেন, এক থা টাইগার থেকে শুরু করে টাইগার জিন্দা হ্যায়-এর এই যাত্রাপথে থেমে থাকলে চলবে না ৷ বাঘ সংরক্ষণের চেষ্টা জারি রাখতে হবে ৷ গতি আরও বাড়াতে হবে ৷ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্ট ২০১৮ অনুযায়ী বর্তমানে দেশে বাঘের সংখ্যা ২ হাজার ৯৬৭ ৷ কিন্তু ২০১৪ সালে বাঘের সংখ্যা ছিল ২ হাজার ২২৬ অর্থাৎ বাঘের সংখ্যা বেড়েছে ৩৩ শতাংশ ৷ এই রিপোর্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার মনে আছে, ১৪ থেকে ১৫ বছর আগে ব্যাঘ্র সুমারির পর দেখা যায় যে দেশে মাত্র ১ হাজার ৪০০ বাঘ রয়েছে ৷ বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল ৷ ব্যাঘ্র প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ৷ কিন্তু যেভাবে সব দিক বজায় রেখে আমরা এই লক্ষ্য পূরণ করতে পেরেছি , তা সত্যিই প্রশংসনীয় ৷
প্রধানমন্ত্রী আরও বলেন, বাঘ সংরক্ষণের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আজ পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছি ৷ সম্প্রতি প্রকাশিত ব্যাঘ্র সুমারির যে পরিসংখ্যান তা প্রত্যেক ভারতীয় ও প্রকৃতিপ্রেমীর কাছে খুশির খবর ৷ ৯ বছর আগে সেন্ট পিটার্সবার্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করা হবে ৷ কিন্তু আমরা তা চারবছর আগেই করে দেখিয়েছি ৷ যে গতি এবং একাগ্রতার সঙ্গে এই লক্ষ্য আমার পূরণ করেছি তা প্রশংনীয় ৷
এদিনের অনুষ্ঠানে সবাইকে আন্তর্জাতিক বাঘ দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, সব বন্যপ্রাণী প্রেমী, এই মিশনের সঙ্গে যুক্ত সব আধিকারিক, কর্মচারী এবং বনাঞ্চলে বসবাসকারী আদিবাসী ভাইবোনদের আমার আন্তরিক শুভেচ্ছা ৷ এরই সঙ্গে ম্যানেজমেন্ট এফেক্টিভনেস অ্যান্ড ইভালুয়েশন অফ টাইগার রিজার্ভস নামে একটি প্রতিবেদন প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ কাউন্টিং টাইগার নামে একটি সিনেমার ট্রেলারও মুক্তি পায় আজকের অনুষ্ঠানে ৷ যেখানে বাঘ গণণার পদ্ধতি দেখানো হয়েছে ৷
দেখুন ভিডিও-
Be the first to comment