“অভ্যাস বর্গে” শৃঙ্খলার পাঠ দেবেন নরেন্দ্র মোদী

Spread the love

সাংসদদের জন্য শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার পাঠের আয়োজন ৷ শনিবার থেকে আগামী দু’দিন “অভ্যাস বর্গ” নামে এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিজেপির রাজ্যসভা ও লোকসভার সাংসদরা। বিজেপি সাংসদদের এই কর্মসূচিতে আচরণের পাঠ দেওয়া হবে। শেখানো হবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। তারই তোড়জোড় শুরু হয়েছে। এই শিবিরে সমস্ত সাংসদদের আসা জরুরি। বাংলার নবনির্বাচিত সাংসদদের জন্যও আলাদা ক্লাস নেবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহরা। এদিন সকালেই কর্মসূচিতে এসে পৌঁছন গোরখপুরের সাংসদ রবি কিষান ও পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর ৷

প্রসঙ্গত, নবনির্বাচিত সাংসদদের ট্রেনিং দিয়ে আগামী পাঁচ বছরের কাজ বুঝিয়ে দেওয়া হবে এই শিবির থেকে। সংসদের অধিবেশনের পাশাপাশি সংসদীয় এলাকায় কীভাবে জনসংযোগ করতে হবে, কীভাবে মানুষের পাশে থাকতে হবে, তা বুঝিয়ে দেবেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডারা ৷ সাংসদ তহবিলের টাকা সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে কাজে লাগানোর জন্যও প্রয়োজনীয় পরামর্শ দেবেন মোদী।

অবশ্য একা মোদি নন, পরামর্শ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। এছাড়া সিনিয়র সাংসদরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করবেন। অন্য দল থেকে যোগদানকারীদেরও দলের প্রতি একনিষ্ঠতা বজায় রাখার পরামর্শ দেওয়া হবে অভ্যাস বর্গের ক্লাসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*