বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই প্রথমবার পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ফ্রান্স, বাহরিন ও UAE সফরে রওনা দেন প্রধানমন্ত্রী। ফ্রান্স যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তাঁর বিমান।
পুলওয়ামা হামলার পর ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে অভিযান চালায়। এরপরই আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। পরবর্তীকালে আন্তর্জাতিক কূটনীতিতে বড় সাফল্য আসে ভারতের। জইশ-ই-মহম্মদ জঙ্গি মাসুদ আজাহারকে কালোতালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।
তিন দেশ সফরের প্রথমে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শুক্রবার সফরের দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরশাহি রওনা হবেন। শনিবার মোদী বাহরিনে যাবেন। পরে G-৭ সম্মেলনে যোগ দিতে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সে থাকবেন।
Be the first to comment