গোরু বা ওম শুনে অনেকে আঁতকে ওঠেন, এটা দুর্ভাগ্যজনকঃ নরেন্দ্র মোদী

Spread the love

‘গোরু’ বা ‘ওম’ শব্দদ্বয় নিষিদ্ধ নয় ৷ অথচ বেশকিছু মানুষ এই ‘গোরু’ বা ‘ওম’ শব্দ শুনলে আঁতকে ওঠেন ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ বুধবার উত্তরপ্রদেশের মথুরায় পশুদের রোগ প্রতিরোধ সংক্রান্ত একটি কর্মসূচির উদ্বোধন করে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বলেন, এমন অনেক মানুষ আছেন, গাই বা গোরু অথবা ওম শব্দ শুনলেই মাথার চুল খাঁড়া হয়ে যায় ৷ তাঁরা মনে করেন, এই শব্দের উচ্চারণে দেশ ষোড়শ শতাব্দীতে পৌঁছে গেছে ৷ বলুন তো, পশুদের ছাড়া কেউ কি কখনও গ্রামীণ অর্থনীতির বিবরণ দিতে পারবেন ?

প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় অর্থনীতিতে পরিবেশ ও প্রাণীকুল সবসময় গুরুত্বপূর্ণ ৷ আমরা তখনই একটি প্রকৃত অর্থে শক্তিশালী নতুন ভারত গড়ে তুলতে পারব, যখন প্রকৃতি ও অর্থনীতির মধ্যে সমতাবিধান করা সম্ভব ৷ আজ প্রধানমন্ত্রী ঘোষণা করেন, নতুন প্রকল্প অনুযায়ী আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২৪ পর্যন্ত কেন্দ্রের অনুদানেই ৫০০ মিলিয়নের বেশি পশুদের রোগ প্রতিষেধক টিকা দেওয়া হবে ৷ বিশেষ করে গোরু, মোষ, ছাগল, ভেড়া, শুকরের মুখ ও পায়ের রোগ প্রতিরোধেই এই টিকাকরণ ৷ পাশাপাশি গোরুদের ব্রুসেলোসিস রোগেরও প্রতিষেধক দেওয়া হবে ৷ অন্যদিকে, ১৮ বছর আগে ১১ সেপ্টেম্বর অ্যামেরিকায় হওয়া সন্ত্রাস হানা প্রসঙ্গে পাকিস্তানকে আক্রামণ করেন প্রধানমন্ত্রী ৷ বলেন, বর্তমানে সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ৷ আর এর আদর্শ পাকিস্তানেই বিকাশলাভ করছে ৷ যার দ্বারা প্রতিটি দেশই প্রভাবিত।

আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

দেখুন ভিডিও-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*