‘চেন্নাই কানেক্ট’ দুই দেশের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবেঃ নরেন্দ্র মোদী

Spread the love

মমল্লপূরমে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর সৌজন্য বৈঠকের দ্বিতীয় দিন ছিল। এদিনের বৈঠক শেষে শি চিনপিংকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী সাংবাদিকদের বলেন, “ভারত ও চিন দুই দেশ তাদের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ঠিক করেছে। চেন্নাই কানেক্টের মাধ্যমে সেই নতুন অধ্যায়ের সূচনা হবে ৷

এদিন তাজ ফিশারম্যান’স কোভ হোটেলে দ্বিতীয় দিনের বৈঠকটি হয় ৷ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের পর দুই দেশের উচ্চপর্যায়ের আধিকারিকদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকের পর নরেন্দ্র মোদী শি চিনপিংকে হাতে বোনা রেশমবস্ত্র উপহার দেন ৷ সেই কাপড়ে চিনের প্রেসিডেন্টের ছবি আঁকা রয়েছে ৷

শুক্রবার দক্ষিণ ভারতের সংস্কৃতির রীতি মেনে অভর্থ্যনা জানানো হয় শি চিনপিং-কে। তারপর চিনের প্রেসিডেন্টের সামনে ঐতিহাসিক শহর মমল্লপূরমের স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্যের নানা নিদর্শন তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ একসঙ্গে নৈশভোজও সারেন দু’জনে ৷ এর মাঝেই আলোচনা হয় বাণিজ্য, অর্থনীতি, সন্ত্রাসবাদ, মৌলবাদ সহ একাধিক বিষয় নিয়ে।

এদিন প্রধানমন্ত্রী পরেন কুর্তা ও পাজামা ৷ সঙ্গে ‘মোদী জ্যাকেট’। শি পরেন কালো কোট ৷ বৈঠকের পর দুই রাষ্ট্রধান মধ্যাহ্ণভোজে যোগ দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*