নভেম্বর মাসে তিনবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর এমনটাই। তবে প্রধানমন্ত্রীর এই সফরের সঙ্গে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলেই শোনা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর পোর্ট ট্রাস্টের সার্ধশতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি কলকাতায় আসছেন। এরপর ১১ নভেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসাবে উপস্থিত থাকবেন তিনি। ফের কলকাতায় প্রধানমন্ত্রীর আসার কথা ২২ নভেম্বর। ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা। ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে।
এবিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, এই রাজ্য সফর সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচির অংশ। শোনা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
Be the first to comment