পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে জোড়াফুলের দাপট দেখেছে রাজ্যবাসী ৷ কংগ্রেস এবং সিপিআইএম ৷ এই দুই দল নিজেদের গড়েই প্রায় নিশ্চিহ্ন ছিল ৷ গেরুয়া শিবিরও জোড়াফুলের জয়ের সামনে খুব একটা ঔদ্ধত্য দেখাতে পারেনি ৷ পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ধারাশায়ী ফলের পরই কংগ্রেসের শীর্ষ নেতা অধীর চৌধুরির দলবদল করার সম্ভাবনা দেখা দিয়েছিল ৷ এবার কেরলের বন্যাত্রাণে মোদির ভূমিকায় প্রশংসা করে সেই সম্ভাবনা আরও বেশ কিছুটা উস্কে দিলেন অধীর চৌধুরি ৷
শনিবার তালকাটারা স্টেডিয়ামে মুর্শিদাবাদে কেন্দ্রের একটি প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রন জানানো হয় অধীর চৌধুরিকে ৷ সেখানেই পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের উদ্বোধন করেন কংগ্রেস সাংসদ অধীর ৷ সেই উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে কেরলের বন্যার প্রসঙ্গ ৷ সেই প্রসঙ্গেই কেরলের বন্যাত্রাণে কেন্দ্র যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷ তাতে মোদির ভূমিকার প্রশংসা করলেন অধীর চৌধুরি ৷
তবে, কেন্দ্রের প্রকল্পের উদ্বোধনের দায়িত্ব কংগ্রেস সাংসদ অধীর চৌধুরিকে কেন দেওয়া হল ? সেই নিয়ে রাজনৈতিক মহলে ওঠে প্রশ্ন ৷ তবে, মুর্শিদাবাদের বর্ষীয়ান সাংসদ অধীর চৌধুরি ৷ সেই কারণেই প্রকল্পের উদ্বোধনে ডাকা হয়েছে তাঁকে ৷ এমনটাই দাবি করে কংগ্রেস।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পরই শুরু হয়েছিল দলবদলের পালা ৷ রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয় ৷ মানস ভুঁইয়ার পর এবার কংগ্রেস ছাড়ছেন আরও এক শীর্ষ কং নেতা অধীর চৌধুরি ৷ রাজধানীতে মমতা-সোনিয়া বৈঠকের পর থেকেই অধীরের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয় ৷
Be the first to comment