গুজরাটের নেতা অল্পেশ ঠাকুর মুখ খুললেন প্রধানমন্ত্রীর খাদ্যাভ্যাস নিয়ে। তাঁর দাবি নরেন্দ্র মোদি প্রতিদিন পাঁচটি করে মাশরুম খান। আর সেই মাশরুমের প্রতিটির মূল্য গড়ে ৪০,০০০ টাকা। এই সব মাশরুম আসে তাইওয়ান থেকে। প্রতিদিন চার লক্ষ টাকার মাশরুম খান মোদি। কিন্তু মোদি এই মাশরুম কেন খান, প্রশ্ন করা হয়েছিল অল্পেশ ঠাকুরকে। তাঁর সোজাসাপটা উত্তর আগে প্রধানমন্ত্রী বেশ কালো ছিলেন। বিদেশী মাশরুম খেয়ে ফর্সা হচ্ছেন তিনি। গুজরাটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অল্পেশের দাবি তাঁর খুব ঘনিষ্ঠ এক ব্যক্তি, তাঁকে এই রহস্যের কথা বলেছেন। তাঁর আরও দাবি যেখানে সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে লড়াই করছে সেখানে দেশের প্রধানমন্ত্রী বিদেশী মাশরুম খাচ্ছেন।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। এদিন ট্যুইট করে তাঁর জবাব এমন কোনও বিদেশী মাশরুম আছে, যা খেলে তিনি কি কালো হবেন? কারণ মাশরুম না খেয়েই যথেষ্ট ফর্সা তিনি।
Be the first to comment