প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন লকেট চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎকে নিছকই ‘সৌজন্যমূলক’ বলছেন বিজেপি সাংসদ। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন তিনি। বৃহস্পতিবার তিনি দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
সূত্রের খবর প্রধানমন্ত্রীকে রাজ্য রাজনীতির হালহকিকত জানিয়েছেন হুগলির বিজেপি সাংসদ। যদিও বিষয়টাকে তিনি ‘সৌজন্য’ সাক্ষাৎই বলছেন। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কথাবার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, বুধবার রাজ্যসভায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন অমিত শাহ। শোনা যাচ্ছে, শীঘ্রই রাজ্যে সফরেও আসবেন তিনি। তৃণমূলের অভিযোগ, বাংলাকে ভাগ করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাল্টা জবাব দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সাংসদ বলেন, বাংলাকে দেশ থেকে আলাদা করে রাখার চক্রান্ত করছে তৃণমূল। বিধানসভা ভোটের সময় বহিরাগত বলেছিল। ওরা বাঙালিকে আলাদা করার চেষ্টা করছে। বিজেপি আজ ৩ থেকে ৭৭ হয়েছে। ওরা বুঝে গিয়েছে যে, আগামিদিনে বিজেপির আওয়াজ আরও জোরদার হবে।
Be the first to comment