শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে দাঁড়িয়েই আজ তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তোলাবাজি, সিন্ডিকেট নিয়ে যেমন তোপ দেগেছেন তৃণমূলের বিরুদ্ধে, তেমনই জবাব দিয়েছেন বহিরাগত আক্রমণের।
এদিন তিনি বলেন, ‘দিদি, আপনি খেলা খেলেন। আমরা খেলা করব না। আমরা সেবা করব। বিজেপি-র একটাই মন্ত্র, গরিবের রোজগার, গরিবের বাড়ি, গরিবের সম্মান। দিদি, বাংলার মানুষ আপনার খেলা বুঝে গিয়েছেন। আপনারা দেখেছেন, এখানে নন্দীগ্রামের বদনাম করার জন্য় একটার পর একটা মিথ্যে কথা বলে চলেছেন। নন্দীগ্রাম আপনাকে অনেক কিছু দিয়েছে। সেই নন্দীগ্রামের মানুষেরই বদনাম করছেন? পুরো ভারতবর্ষে তাঁদের বদনাম করছেন। নন্দীগ্রামের আত্মাভিমানী মানুষ এর জবাব দেবেন। তৃণমূলের সরকার কাট, কমিশন, তোলাবাজি আর সিন্ডিকেটের জোরে চলছে। তৃণমূল সরকার হিংসা আর অত্যাচারের অন্ধকারের সরকার। দিদি অন্ধকার দিয়েছেন শুধু। বিজেপি-র সরকার সোনার বাংলা দেবে। আমাদের স্বপ্ন, সোনার বাংলা।’
তিনি আরোও বলেন, ‘পশ্চিমবঙ্গের উপকূলীয় অর্থনীতি তৃণমূলের তোলাবাজিতে ধ্বংস হয়ে গিয়েছে। হলদিয়াকে ধ্বংস করে দিয়েছে। এই কমিশন সংস্কৃতি, এই তোলাবাজির সংস্কৃতি আপনাদের একটা ভোটেই শেষ হয়ে যাবে। সমুদ্র তটে বসবাসকারীদের জন্য কেন্দ্র বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। তার সুবিধা আপনারা সবাই পাবেন। বিজেপি-র ডবল ইঞ্জিন সরকার হলদিয়াকে নদীপথে সংযুক্ত করার কাজ করছে। তার ফলে হলদিয়া গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে।’
Be the first to comment