হাইভোল্টেজ নন্দীগ্রাম। একুশের ভোটযুদ্ধের এপিসেন্টার বিধানসভা আসন ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরই মাঝে প্রচারে রাজ্যে নরেন্দ্র মোদী। জনসভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মন্তব্যে ভোট ময়দানে ফের শুরু জল্পনা। নরেন্দ্র মোদীর দাবি, নন্দীগ্রামে নিশ্চিত হার বুঝে বাকি ৬ দফার ২৩৬ আসনের মধ্যে আরও একটি অপেক্ষাকৃত সুরক্ষিত কেন্দ্র বেছে নিয়ে মনোনয়ন জমা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
উলুবেড়িয়ার মঞ্চ থেকে এদিন মোদী বলেন, ‘নন্দীগ্রামে একটু আগে যা হল তাতে স্পষ্ট নিজের হার মেনে নিয়েছেন দিদি। বাংলায় আসছে বিজেপি। শোনা যাচ্ছে দিদি নাকি আরও এক কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিতে চলেছেন’।
উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার দিন তৃণমূল সুপ্রিমো টালিগঞ্জ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণার সময় মজার ছলে মন্তব্য করেছিলেন, ওই কেন্দ্র থেকে তিনি নিজেও দাঁড়াতে পারেন। টালিগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন অরূপ বিশ্বাস। মোদীর মন্তব্যে এদিন নতুন করে ফের জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এব্যাপারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই দাবি উড়িয়ে দেয়। দলীয় সূত্রে খবর, অন্য কোনও কেন্দ্র নয়, একুশের নির্বাচনে শুধু মাত্র নন্দীগ্রাম থেকেই লড়ছেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মোদী বলেন, ‘বাংলার লোকের ক্ষোভ থেকে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না।বাংলার জনগণ ঠিক করে দিয়েছেন দিদিকে এবার যেতেই হবে। নন্দীগ্রাম এদিন সেই হিসেব দিয়ে দিয়েছে।’
Be the first to comment