রাম যেভাবে মানুষকে এক করতেন, সেভাবেই অযোধ্যার উন্নয়ন করতে হবেঃ নরেন্দ্র মোদী

Spread the love

আগামী প্রজন্ম যেন জীবনে অন্তত একবার অযোধ্যা ভ্রমণের ইচ্ছে প্রকাশ করেন ৷ এই বিষয়টিকে মাথায় রেখেই উন্নয়ন করতে হবে রামের জন্মভূমিতে ৷ এমনটাই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ শনিবার অযোধ্যার উন্নয়ন নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে তিনি এই কথা জানিয়েছেন ৷ সরকারের একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ৷

ওই সূত্র জানিয়েছে যে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, অযোধ্যার উন্নয়ন এমন ভাবে যার সঙ্গে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের মিল থাকে ৷ আর এতে যেন সকলের লাভ হয় ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেভাবে ভগবান রামের সকলকে একত্র করার শক্তি ছিল, সেভাবে মানুষের স্বাস্থ্যকর অংশগ্রহণের কথা মাথায় রেখেই অযোধ্যার উন্নয়নের পরিকল্পনা করতে হবে ৷ আর তার মধ্যে বর্তমান যুব সমাজকেও জড়িয়ে নিতে হবে ৷

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের অনুমতি দেয় ৷ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার রামমন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গড়ে দেয় ৷ ২০২০ সালের ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে ৷ তাই সেখানকার উন্নয়নের দিকটিও মাথায় রাখছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার।

সেই নিয়েই এদিন ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন ৷ তিনি বৈঠকে অযোধ্যার উন্নয়ন সংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা পেশ করেছেন বলে জানা গিয়েছে ৷ সেই পরিকল্পনার মধ্যে অযোধ্যার পর্যটনের বিষয়টিও রয়েছে ৷ তার কারণ, রামমন্দির নির্মাণ হওয়ার পর সেখানে তীর্থযাত্রীদের ভিড় বাড়তে শুরু করবে ৷ ফলে রামমন্দিরকে ঘিরেই ওই পর্যটন শিল্প আরও বৃদ্ধি পাবে ৷

তাই অযোধ্যায় একটি আন্তর্জাতিক বিমানবন্দরও তৈরি হতে চলেছে ৷ যোগী আদিত্যানাথ সংবাদসংস্থাকে আগেই সেই তথ্য দিয়েছিলেন ৷ এছাড়া এদিনের বৈঠকে অযোধ্যার রাস্তা, পরিবহণ সংক্রান্ত পরিকাঠামো তৈরির পরিকল্পনার কথা যোগী পেশ করেছেন বলে জানা গিয়েছে ৷

আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তার আগে অযোধ্যায় উন্নয়নের কাজের গতি যে বিজেপি বাড়াতে চায়, তা এদিনের বৈঠক থেকেই স্পষ্ট ৷ কারণ, রামমন্দির আন্দোলন বরাবর বিজেপিকে রাজনৈতিক লাভ দিয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*