আমাকে লাথ মারতে পারেন, কিন্তু বাংলার বিকাশে আপনাকে লাথ মারতে দেব না’, বাঁকুড়ার জনসভা থেকে এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোড়গোড়ায় নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর রবিবার ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাঁকুড়ায় তিলাবেদিয়া ময়দানে সভা করেন তিনি।
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দেওয়াল লিখনে দেখানো হচ্ছে আমার মাথায় দিদি লাথি মারছেন। দিদি আমার মাথা নিয়ে ফুটবল খেলছেন। আপনি বাংলার সংস্কৃতিকে অপমান করছেন।
এখানেই শেষ নয়, এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দিদি আপনি আমাকে লাথ মাকতে পারেন। কিন্তু বাংলার বিকাশকে লাথ মারতে দেব না। বাংলার মানুষের স্বপ্নকে লাথ মারতে দেব না। গরীবদের লাথ মারতে দেব না। উনি ভুলে যাচ্ছেন আমি প্রতিদিন দেশে ১৩০ কোটি নাগরিকের কাছে মাথানত করি।’
‘খেলা হবে’ স্লোগান দিয়েই প্রচার ময়দান মাতাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এবার এই স্লোগানের পালটা সুর তুলে তৃণমূলকে বিঁধলেন মোদী। তিনি বলেন, ‘১০ বছর ধরে বাংলার মানুষের ভবিষ্যতের সঙ্গে খেলেও মন ভরল না। আপনার খেলার জন্য অজিত মুর্মুর মতো অনেক আদিবাসী প্রাণ হারিয়েছেন। খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। সিন্ডিকেট কাটমানির খেলা শেষ হবে।’
এদিন কাটমানি ইস্য়ুতে তৃণমূলকে বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গরীব মানুষের টাকা সরকারের কাছে পৌঁছায়নি। কিন্তু মালামাল হয়ে গেছেন তৃণমূল নেতারা।’ পাশাপাশি এদিন সভা থেকে তরুণ প্রজন্মের মন জয়ের চেষ্টা করেন মোদী। তাঁর কণ্ঠা শোনা যায় আত্মনির্ভর ভারতের স্বপ্নও।
মোদী বলেন, ‘যাঁরা প্রথমবার ভোট দিচ্ছেন, তাঁদের বলছি সোনার বাংলা গড়ার জন্য এগিয়ে আসুন।’ নতুন প্রজন্মের হাত ঝরেই ডবল ইঞ্জিন সরকার তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। তিনি বলেন, যদি BJP রাজ্যে ক্ষমতায় আসে সেক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকার দ্রুত ইন্টারনেট কানেকশন দেবে। জলজীবন মিশন চালু করবে। আয়ুষ্মান ভারত যোজনাও বাংলায় চালু হবে। পাশাপাশি বাঁকুড়ার টেকাকোটাকা বিশ্ববাজারে তুলে দিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
দেশজুজড়ে যখন কৃষি আইন নিয়ে বিক্ষোভ চলছে তখন বাংলায় কৃষকদের মন পেতে চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, BJP ক্ষমতায় এলে বাংলার কৃষকরাও কৃষাণ সম্মান যোজনার টাকা পাবেন।
Be the first to comment