নির্বাচনের আগে প্রতি মাসেই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

নির্বাচনের আগে প্রতি মাসেই বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি অগ্নিমিত্রা পলকে শো করা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, অনেককেই শোকজ করা হচ্ছে। দলে নিয়ম-শৃঙ্খলাই শেষ কথা। দলে পুরনো-নতুন বলে কিছু নেই। অগ্নিমিত্রা পালও তো নতুন। তবে সবাইকেই দলের গাইডলাইন অনুযায়ী চলতে হবে। শোকজ প্রসঙ্গে সাফ কথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে দলবিরোধী মন্তব্যের জেরে মঙ্গলবার শোকজ করা হয়েছে বিজেপি নেতা সায়ন্তন বসুকে। আর তারপরই বুধবার আপত্তিকর মন্তব্য ও দলবিরোধী বিবৃতির অভিযোগে শোকজ করা হয়েছে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রাকে।

দলের তরফে স্পষ্ট বলা হয়েছে, দল কোনওভাবেই এই ধরনের বক্তব্য সমর্থন করে না। অগ্নিমিত্রার বক্তব্য দলের অবস্থানবিরোধী। ৭ দিনের মধ্যে শোকজের প্রেক্ষিতে উপযুক্ত ব্যাখ্যাও দিতে বলা হয়েছে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতিকে।

উল্লেখ্য, জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা পাল। বলেছিলেন, আসানসোলের প্রাক্তন পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির ভাবমূর্তি ভাল নয়। আর তাই তাঁকে বিজেপিতে নিলে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই শোকজের চিঠি ধরানো হয়েছে অগ্নিমিত্রা পালকে। চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতির বিরুদ্ধে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*