মহাকাশ গবেষণায় ভারতকে পাশে পাবে ভুটানঃ নরেন্দ্র মোদী

Spread the love

প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভুটান দিয়ে বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সেই সফরে রবিবার থিম্পুতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখলেন তিনি ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, উজ্জ্বল মনের পড়ুয়াদের কাছে পরিশ্রমই একমাত্র হাতিয়ার ৷ মন থেকে ভালোবেসে কাজ করতে হবে ৷ তবেই পাশে পাওয়া যাবে সারা বিশ্বকে ৷ মনের তাগিদ থেকে কাজ করলে সাফল্য আসবেই ৷ ছাত্রজীবনই যে সেরা সময়, সেকথাও উল্লেখ করেন ভুটানের রয়্যাল ইউনিভার্সিটির পড়ুয়াদের কাছে ৷ মোদী বলেন, তরুণ হয়ে ওঠার জন্য এর থেকে ভাল সময় আর হতে পারে না। ছাত্র ছাত্রীদের ভুটানের উজ্জ্বলতম মন বলেও আখ্যা দিয়েছেন তিনি।

পাশাপাশি এদিন বক্তব্য পেশের সময়, নিজের বই এগজাম ওয়ারিয়র-এর কথাও পড়ুয়াদের কাছে তুলে ধরেন মোদী ৷ বলেন, ভয়কে জয় করার কথা ৷ প্রকৃতি, একাত্মবোধ সম্পর্কে ভগবান বুদ্ধের প্রসঙ্গও উদাহরণ হিসেবে টেনে আনেন তিনি ৷ মোদীর কথায়, ভারতের ১৩০ কোটি বন্ধু যে শুধু ভুটানের সাফল্যে আনন্দিত হবে তাই নয়, আনন্দ ভাগ করে নেবে ৷ শিখবে ভুটানের থেকে ৷ ভারতের মহাকাশ গবেষণা ও চন্দ্রায়ন অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব স্যাটেলাইট পাবে ভুটানও ৷ ভুটানের বিজ্ঞানীরা নিজস্ব ছোটো স্যাটেলাইট তৈরি করতে ভারতে আসবেন এটা অত্যন্ত গর্বের ব্যাপার।

তাঁর কথায়, ভুটানের অনেক পড়ুয়াই বিজ্ঞানী, গবেষক হিসেবে কাজ করবে ভবিষ্যতে ৷ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী ৷ মহাকাশ গবেষণা, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও শিক্ষা সংক্রান্ত দশটি সমঝোতাপত্র (MOU) সই হয়েছে। জলবিদ্যুৎ প্রকল্প থেকে LPG সরবরাহ, মুদ্রা বিনিময় বাড়ানো থেকে মহাকাশ প্রযুক্তি—সবেতেই অভিন্ন ও বিশেষ মিত্র ভুটানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*