বুধবার কর্ণাটকের বিদারে নির্বাচনী প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মোদী। তিনি বলেন, সব রাজ্য থেকেই মুছে গিয়েছে বিজেপি। এবার কর্ণাটক থেকেও চিরতরে মুছে যাওয়ার পালা বিজেপির। এদিন সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে জনসাধারণের কাছে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন কর্ণাটকবাসীরা কী চাইছেন? কংগ্রেসের মতো অপরাধী দলের হাতে তাঁরা আবারও কী কর্ণাটকের দায়িত্ব তুলে দেবে?
পাশাপাশি এদিন ২০১৯-এ রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি নমো। তিনি বলেন, রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে বলছেন উনি প্রধানমন্ত্রী হবেন, এটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এছাড়াও কংগ্রেস সভাপতিকে ‘দুলহা’ বলে সম্বোধন করেন। শুধু এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী, গান্ধী পরিবারকে কটাক্ষ করে মোদী বলেন, যখন বীর ভগৎ সিং জেলে ছিলেন তখন গান্ধী পরিবারের কেউ কী তাঁকে জেলে দেখতে গিয়েছিলো? কিন্তু হাজার দোষ করলেও লালুপ্রসাদ যাদবকে জেলে দেখতে যায় কংগ্রেসের নেতারা। ছবিও তোলে তাঁর সঙ্গে।
এছাড়াও এদিন প্রাক্তন প্রাধানমন্ত্রী মনমোহন সিংকেও কটাক্ষ করতে পিছপা হননি নরেন্দ্র মোদী। তিনি বলেন ভোটের রাজনীতি করতে গিয়ে মনমোহন লালুপ্রসাদের দোষকে আড়াল করে গিয়েছেন। কিন্তু এখন দেখুন লালুপ্রসাদের কী অবস্থা! ওঁর সাজা বেড়েই চলেছে।
আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাদেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগে প্রচারে ঝড় তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে আসন্ন নির্বাচনে কংগ্রেস-বিজেপি কেউই একে অপরকে যে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না তা দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে যাচ্ছে।
Be the first to comment