প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ ভার্চুয়াল বৈঠকে করবেন।
রাজনৈতিক মহলের ধারণা, দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কেও মতামত বিনিময় করবেন দুই রাষ্ট্রনেতা, বিদেশ মন্ত্রক সূত্রে খবর।
হোয়াইট হাউসের এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই বৈঠক সম্পর্কে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকেদুই রাষ্ট্রনেতা “কোভিড-১৯ এর ধাক্কা কমে আসা, জলবায়ু সংকট মোকাবিলা, বিশ্বব্যাপী অর্থনীতিকে শক্তিশালী করা এবং একটি অবাধ, মুক্ত, নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, গণতন্ত্র ও সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।
Be the first to comment